শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
দেখো মধ্যবিত্তগুলো আমারও রয়েছে
যেমন তোমার।
আমারও মায়ের নাম মায়ারানী যেমন
তোমার স্নেহলতা।
আমার বাবা একদিন হারিয়ে গেলেন! ফের ডি.এন.এ.
বিদীর্ণ করে জাগরুক, ডায়নোসর প্রতিম।
বাবার যাবতীয় প্রজাপতি, ডেফোডিল মনস্ক!
বাবার ফড়িং থেকে ঝরে পড়তো,
ছোট ছোট নরম দখিনা।
তোমারও বাবার হাত ছুঁয়েছে, উত্তরখন্ড
অলকা, বৈকুন্ঠ, বিষ্ণু-পুরাণ
কখনও আপেল খেতের অরুণিমা
কখনও জোনাকের পাহাড়ি মহিমা!
তুমি বৈশালীর, আমি জিরণ খোলার
তুমি খোলাচুল, নবমী নিশীথ
আমি সৃজন পিয়াসী এক
ব্যর্থ ভ্যানগখ
তুমি, আদিম-সরোদ থেকে জন্মেছ, মালকোষ
আমি মাদোল তলার ঝরা চৈত্রের শাল।
চল, সারান্ডা যাব, চল সিমলিপাল
চল ঝিকপানি, চল এলিফেন্টা
কাটুম কুটুম খ্যাত মিসমিদের গুহা।