শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
ছেলে কাঁদছিল খুব
বিরাট বাজার ঘুরে
ফের কিনে দিলাম ওকে বিষ-বিস্কুট।
এবারের বাজেটে ফের চোখের জলের দাম কমেছে,
তাই দিয়েছি বউকে।
তারপর ছাদে একা, সাধারণ নাগরিক হওয়ার দোষ…
সন্ধে আর আমি, আমি আর সন্ধে
নক্ষত্র জ্বেলে পড়ছি– শঙ্খ ঘোষ
ঘড়িতে পুরুষ রাত, পর্নোগ্রাফি বাজে
একলা কেবিন বয় ভেসে চলেছে জাহাজে…
আকাশে ভাঙা তারার ক্লিপ
যেখানে পৌঁছাতে পারে না প্রেমিক, প্রেমিকা সে দ্বীপ!
তখন পুরুষ রাত, পর্নোগ্রাফি বাজে
শরীরসভ্যতা…
ভেসে চলেছে বাণিজ্যের জাহাজে