শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
আর একটু বিরতি চাই
ঘুমের ভিতর মগ্ন ঘুম
কথারোদের মতো নিয়তি
এসো, নিবিড় চোখ ফেরাও
হে পাখিজন্ম উপেক্ষা করো
নিটোল চাঁদের মতো ঈর্ষা
অ্যাশট্রের ভিতর পিষে দাও
মৃত মাতৃভাষায় লেখো এলিজি
অভিযোজনের ফ্যাসিবাদ
জড়িয়ে নাও নগ্ন সভ্যতা
নগরজীবনের পাশে পা ফেলছে সে
যেন আকাশের সিঁড়ি
দূরত্বের বিনিময়কে মধুমন্তী সন্ধের কুয়াশা
জড়িয়ে নিচ্ছে শামিয়ানায়
স্ত্রীলোকের সিঁথিতে সিঁদুর আর খোঁপায়
জুঁই গুঁজতে উদ্যত মায়াবী হাত
দেখা হয়ে যাবে ভেবেই
ফিরতি পথে; শ্লেট ইজেল সঙ্গে নিচ্ছে
মুখোমুখি অন্ধকারে এসব স্থির দৃশ্যেরা
প্রতিরোধ ভাঙার অপেক্ষায়
সব প্রতিরোধ উপেক্ষা নয়