শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
অশ্বত্থ গাছের পাতা ঘুরে ঘুরে নাচে
কে শেখায়? বসন্তের হাওয়া?
নৃত্যশীল বৃক্ষ এক, মহানন্দে নাচে
নেচে যায়, সেই নেচে যাওয়া
কখনো আনন্দে করে হৃদয় উচ্ছল
কখনো বা কেমন উদাস
নৃত্যশীল বৃক্ষ এক, তার নানা ছল
এই সুখ, তো এই হুতাশ
ছন্দের মাত্রা মেপে পাতার কাঁপনে
নাই বা নাচলি ছায়াতরু
ছন্দের অছন্দের জীবনে যাপনে
পারাপার, সাঁকোখানি সরু…