শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
ভুলের গুঞ্জনে থাকো
কখনো বা শোকের আলিঙ্গনে
এক রাত লোভ নিয়ে
তাকিয়ে থাকো যতিস্বরে
তোমাকে নেভাতে জানে
ভোরের আদিম
আলোর ওপরে হাঁটো
রোদের ভিতর সাজিয়ে দাও
মেঘের সংজ্ঞা
মনের আতুর তুমি
তোমাকে পড়বো বলে দিন খুলে বসি
আলোর বীজ পুঁতি মাংসে ও বাকলে
কোণে কোণে গোপন বসাও
ফ্যাকাসে আর নৈঃশব্দ্য নামাও
অভিমানসাজে
ফুলে ওঠা কান্নার ঢেউ
সহ্যের দাপাদাপি নিয়ে
আদিম রাত কুঁকড়ে থাকে মাটিদেহে
চোখের বিতর্কে খালি খালি
জলের মুখরা সাজো