শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
বেঁকে যে পেরেক হবো ত্যারাব্যাঁকা, সেরকম ঠোকো
শত বা সহস্রবার, থমকে থমকে যাবো,
বিনা রক্তপাতে
ঘটনার মাঝখানে যদি পড়ি খসে, খুলে, বকো।
আবার কুড়িয়ে নিয়ে ক্রমাগত আঘাতে আঘাতে
রেখো না আলগা করে, বারবার ঠুকে
টাঙাও এবার টংয়ে, বিঁধে দাও বাতাসের বুকে