শারদ অর্ঘ্য ১৪২৮ । বাংলাদেশের কবিতা
১
আমার নাম ভুলে আছো তুমি সওদাগর
সীমান্তে কাঁটাতারও বিপন্ন বোধ করে
জাহাজের নাবিকেরা দূর তটরেখা ধরে কতদিন হাঁটতে থাকে
এমন সুসময় যেন আমার কপালে লেগে আছে
আমি আর কতদূর ভেসে যাব
সমুদ্র ফেনায় নিঃশ্বাস ডুবে আছে
পাখির শব্দের মতন মনে হয় উড়ে যাই
ঘর নাই যার সে পথিক হবে
এমন প্রতিজ্ঞা এমন সংকল্প কোন কপাল রাখে
২
ঝন ঝন শব্দে ঝরে পড়ছে শিশিরকণারা
জানালার কাছে ওতপেতে আছে সেল্টিকের নোনা ঢেউ
কেউ ডাকছে আমারে
মেহেক
মেহেক
মেহেক
তলপেট ঘিরে মেতে আছে পৃথিবীর উদ্বাস্তু ঘরেরা
দৃশ্যের কলোনীতে ডুবে যাচ্ছে চোখ
তবুও কেউ ডাকছে
মেহেক
মেহেক
মেহেক