Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

শারদ অর্ঘ্য ১৪২৮ ।  বাংলাদেশের কবিতা

না হি দা   আ শ রা ফী

পৃথিবী ২

স্বপ্নকে মজুত করো কেন

মন কি খোঁয়াড় না গুদামঘর?

 

কিছু স্বপ্ন উঠোনে ছড়িয়ে দাও

পাখিদের উপর ভরসা রাখতে পারো

ওরা ঠিক ততটাই খুঁটে খায়

যতটুকু ওদের প্রয়োজন।

 

কিছু স্বপ্ন সিদ্ধ করতে পারো

ক্ষুধার্তের উপরও আস্থা রাখতে পারো

অনাহারী ততটুকুই খায়

যতটুকু তার না হলেই নয়।

 

কিছু স্বপ্নের বীজ বুনতে পারো

অরণ্যে পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারো

ওরা ততটুকুই সবুজ নেয়

যতটুকু ধারণে সক্ষম।

 

কিছু স্বপ্নের শ্লোগান বানাতে পারো।

দ্রোহ, বিদ্রোহ, বিপ্লব ও প্রতিবাদ

যুগে যুগে ততটাই নেয়

যতটা তার দাবী।

 

তবে ভুল করেও স্বপ্নকে

ভুল মানুষের হাতে তুলে দিও না।

যে কখনো স্বপ্ন দেখেনি

হাঁটেনি স্বপ্নের পথে

সে কখনোই জানবেনা

এর প্রকৃত ও পর্যাপ্ত ব্যবহার।

 

বকুল বনের পাখি

হে রাত্রি।

এত কেন জেগে থাকো

কার বুকে তুমি লুকিয়ে রাখো ঘুম

অন্ধকারের উপত্যকায়

যে শিশির হারায়েছে নাকছাবি

তারে আর কোন আলো ডেকে নেবে পাশে

কে তারে বলবে ভালোবেসে—

ধরো এই ধরণী ভরে গেল সর্ষের দানায়

ধরো এক বকুল বনের পাখি

এক যুগ পর পর খুঁটে নেয় একটি দানা

জেনে রাখো, সে দানাও ফুরাবে একদিন

ফুরাবে না শুধু আমাদের ভালোবাসা…

আরও পড়ুন...