শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
১
ধার বাকি করতে নেই
যা আছে যেটুকু আছে খাও পরো
চাল থেকে বেছে নাও কাঁকর
কচু শাক রান্না করো
ওল খুঁড়ে নিয়ে এসো
ধার বাকি করতে যেও না
ধার বাকি শোধ করতে না পারলে
এক জন্মের পাপ
ঋণের বোঝা সব সময়
মাথা থেকে নামিয়ে রাখো
ঘটি বাটি যা আছে বন্ধক দিতেও যেও না।
২
আম খেয়ে আমের আঁঠি পুঁতি মাটিতে
বীজ ফেলতে নেইরে ভাই
মাটি থেকে এসেছে তাকে মাটিতেই রাখি
ফলে ফলে শোভা পাবে ঘর
ফলের রঙ ফলের আলো সন্তানের মুখে পড়বে
সন্তান আমাদের শ্রী।
৪ ভাদ্র ১৪২৮