শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
নির্বান্ধব মেঘলা ছাদে
গোলাপী অ্যডেনিয়ামের গাছে আটপৌরে ঘুড়ি
পাশে দু টুকরো হওয়া ড্রেসিং টেবিলের আয়না
অ্যাসিড রেইনে ভিজছে ঠোঁটের প্রতিবিম্ব ।
ঘষা মেঘে একটু এসেন্ট ঢেলে জুঁই ফুলের গন্ধ
হাতের তালুতে মেখে
বালিতে আটকে যাওয়া জাহাজে বসে
জলের তল খুঁজে বেড়াচ্ছে ।
ট্রয়ের যুদ্ধের কিছুটা কালো রঙ যেন সবুজ শ্যাওলার উপর।
অপত্য কোষে মাছরাঙা
আর পাসওয়ার্ডে শরীরী শব্দ
ডিরজিও সিমিট্রি ধরে রাতের হাঁটা পথে।
সিমলা যাওয়ার টিকিট বাতিল হওয়ায়
মনখারাপ
আবহওয়া দপ্তরের আধিপত্য জল ফড়িংয়ের
প্রতি সেকেন্ডে সময় বদলাচ্ছে ।
অঝোরে বৃষ্টিতে
ক্লিওপেট্রার রাতের পোশাক ভিজে গেছে ।
কাজুবাদামের জুস ঠোঁট গড়িয়ে সেই অপত্য কোষের গায়ে লেগে।
আঠালো জেলির মতো ।
অবয়ব ঝাপসা সুগন্ধ ।