Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

শারদ অর্ঘ্য ১৪২৮ ।  কবিতা

প্রি য়া ঙ্কা   চৌ ধু রী

সন্ধি

নির্জন পাহাড়ি রাস্তা পার করে যেতে 

হঠাৎই এমন যদি হয়? দৃষ্টি বিনিময়?

তার সাথে? তার? 

একদিকে নিচু খাদ, অন্যত্র পাহাড়! 

স্বপ্নালু মেঘের তুলো উড়ে উড়ে আসে। 

পা ঠেকে কুয়াশা ভেজা ঘাসে। 

অনিঃশেষ যাত্রাপথ সামনে তখন। 

নিসর্গ, নির্জন।

হাত বাড়ালেই মেঘ নাগালে এবার।

পাইন পাইন একদিকে, অন্যত্র পাহাড়। 

 

প্রতি বাঁকে প্রশ্ন ওঠে, এ কী করে হয়? 

যে জীবন দুচ্ছাই, তাতে বিপুল বিস্ময়? 

এ পথে হবে কি আসা কখনও আবার! 

মেঘবাড়ি একদিকে, অন্যত্র পাহাড়…    

 

ভ্রম  

মনে হয়, সন্ধে নয়, তুমি নেমে আসো

 

আমার শরীর জুড়ে ভ্রান্তিটুকু সব  

আঙুলে বুলিয়ে দাও স্নেহের পালক

দূর থেকে আলো বলে যাকে ভ্রম হয়

 

আসলে সে আলোর বাহক।

 

তোমার না থাকা জুড়ে ছাতিমের ঘ্রাণ

সর্বত্র ছড়িয়ে যায়, মোহমুগ্ধ আমি   

রাখিনি নামের পাশে কোনও অভিমান

ভ্রম হয় অশ্রু বলে। দূর থেকে যাকে ভ্রম হয়  

আসলে সে শিশিরের কণা

 

প্রতিটি মুহূর্ত জানে কী অধীর কী অধীর আমি

শুধু তুমি জানতে পারো না…

আরও পড়ুন...