শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
আমি তো রাত্রিকেই বলেছিলাম যৌনশরীর ভেঙে ঢেলে দাও ক্লোভ অয়েল ব্যথার গভীরে– রাত্রিও সেয়ানা, ঢেলে দিল অবসাদ আরো যত ধূসর কবিতা, দিল বিদেশী নামের এক প্রেমিকার বুক, দিল অভিশপ্ত কাগজ ও কলম…
এর চেয়ে দুঃসংবাদ আর কি বা হতে পারে বলো মালাক! মরা চামড়ার মতো ক্রমাগত খসে চলে বৃষ্টি, তুমিও তো আলেয়ার পাশাপাশি কুলীন কবিতার সাথে দুয়ারের অর্থ জেনে রাখো, বুড়ো হাতে ধরে রাখো মসজিদের জেগে থাকা স্তন। কেউ কেউ তবুও এইসব ভবানী দয়ানি ঠেলে ফিরে চলে আসে এই পারে, চলে আসে মতাদর্শহীন যত ত্রিশঙ্কু মাছের দল… এরপর আর কোনো কথা চলতে পারে না মালাক! এরপর সবটাই এলাহী ভরসা…