শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
টেনে নিয়ে যাওয়া ছায়া
কার্নিসে অলিম্পিক খেলে।
ছেঁড়া ছেঁড়া জিন্স থেকে বয়স
নিউমার্কেটের হঠাৎ ভিড়ের মতো।
তবু ফিরে যাওয়া সম্ভব নয় বলে
একটু বৃষ্টিতেই জল জমে।
রাত জেগে ভূতের সিনেমা শেষ হলে
চরকিবাজির মতো চাঁদের আলো
অযথা সঙ্গম করা ঘেয়ো কুকুর
যেখানে যিশুর জন্ম— নগ্ন নারীর মতো গিটারটা ;
বিতর্কের ভিতর শান্তির ঔরস লেগে আছে।
রূপকথার সেই যুগ কবে শেষ হয়ে গিয়েছে
তিনি জানেন না,
ধর্মগ্রন্থ থেকে মহাকাল বেরিয়ে আসেন।
তেলে পিচ্ছিল রাস্তাঘাট। শয়তানের লালায় কালো হয়ে আছে।
হলিউডের সিনেমায় ট্রায়াল দিতে দিতে
আবার গ্রহ বদলাতে হবে।
আমাদের ঘর নেই। অনুপ্রবেশ নামক সিক্রেট সোসাইটি।
শয়তানের লালায় কালো হয়ে আছে। হলিউডের সিনেমায় ট্রায়াল দিতে দিতে
তিনিই শয়তান হয়ে উঠেছেন।