শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
যারা স্বপ্ন দেখেছিল—
তারা এখন ঘুমোচ্ছে
শোকের আধিক্যে গাঢ় হয়ে ওঠে ঘুম
ঘুম যখন ভাঙবে— তখন আর কেউ জেগে থাকবে না
আসল সত্যটা কী তা জানার জন্য—
জাগন্ত মানুষ খুঁজতে রাস্তায় নামবে
ঘটনাটা কী হলো শেষ পর্যন্ত—
শুধু এটুকু জানার জন্য মাইলের পর মাইল—
হাঁটতে থাকবে জেগে থাকা একটি মানুষের জন্য
কিন্তু পাবে না—
ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়বে ভোর হবার আগে
সমস্ত মানুষ জেগে উঠে দেখবে—
কবে থেকে অদ্ভুত এক ঘুমের ভেতর চলে গেছে ওরা
এভাবেই চলতে থাকবে বছরের পর বছর
যারা স্বপ্ন দেখেছিল—
তারাও এক গোলোকধাঁধার ভেতর বসবাস শুরু করে দেবে
কারও সাথে কারও আর দেখা হবে না কোনোদিন— জেগে থাকা অবস্থায়
সবাই সবাইকে ঘুমন্তই দেখে চলবে সারাজীবন!
পুড়িয়ো না
মাটিতে পুঁতে দিও না
হাড়গোড় বাদ দিয়ে কেজি পঁচিশেক মাংস তো হবে!
মানুষ ও অমানুষের মাংস ভক্ষণ করে যারা
তাদের জন্য তা রেখে এসো নির্জনে—
এটাকে অনুরোধ হিসেবেই নিও—
তাহলে দ্বন্দ্বের পারদ নিম্নমুখী হবে
জ্যান্ত মানুষের চেয়ে—
মরা মানুষ একটু বেশিই আশকারা পায়
পেয়েও থাকে খানিকটা সম্মান
শোক তো আসলে এক উৎসব!
কথাটুকু রেখো—
মানুষ ও অমানুষের মাংস ভক্ষণ করে যারা
আমার মৃতদেহ তাদের কাছে পৌঁছে দিয়ো প্লিজ…