Hello Testing

3rd Year | 10th Issue

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

শারদ অর্ঘ্য ১৪২৮ ।  বাংলাদেশের কবিতা

সা ম্মি  ই স লা ম  নী লা

জিন্দা হাসি

একজন মরা মানুষের সাথে

দেখা হয় অনেকদিন আগে

 

জুড়ে দেই

     তার সাথে

         মায়াগল্প

 

এরপর থেকে একটু-একটু করে

মরতে থাকি আমিও

 

বুঝতে পারছি

    পুরোপুরি

        মৃত এখন।

 

এই বুঝতে পারার ধকল

কাটিয়ে উঠার জন্য

একেকটি রাতের শেষে

হেসে উঠি জিন্দা হাসি

 

অতি চমৎকার

     ফ্যাকাশে নয়

         এ হাসির ঝঙ্কার

 

গেছে পেরিয়ে— তিন দিন তিন রাত

অতপর,

পচা মাংস-দলার মধ্য হতে

সহজ সরল ভঙ্গিমায়

হা করে আছে— নির্লিপ্ত কঙ্কাল

 

ধীরে-ধীরে

    অতি উচ্চস্বরে

       লোলুপ আত্মা

বলে উঠল,

আজ পৌষের মতন তীব্র শীত লাগছে গো

শরীরটা কেমন হিম হয়ে আসছে

 

কেউ আছো?

একটা লাইটার দাও

বিড়ি ধরাই…

 

খিলখিল হেসে

কঙ্কাল বলে—

মরা মানুষ কথা কয় না…

 

আমার কথা কইতে ইচ্ছে হয়

সেই সব ভান-ভণিতার বিরুদ্ধে।

 

এলাচ ফুলের মওসুম

এসেছে এলাচ ফুলের মওসুম

আর কোনো ফুল না ফুটুক

এই দেশে; ভিন দেশে

ঘুম ফুরিয়ে গেলে তীব্র ঘ্রাণে

কিছুটা মেনে নেয়া যায়…

 

মওসুম যদি ফুরিয়ে যায়

না ফোটে ফুল

তবে বিষফল দাও

থাকে যদি— এলাচ আমেজ

আমি চাই বিষ ফলই দাও…

 

যত দিন ফুল না ফোটে

মৃদু সতেজ ডালে

থেমে থাকুক প্রেম

কিছুটা অগভীরে…

 

অপেক্ষা নয় আর

এসো প্রার্থনা করি

কিছুটা এলাচ ফুটুক

তোমার দীর্ঘকায় হাতে

আর্ট অব ভিউতে ধরে থাকা

এক মগ খয়েরি চায়ে…

আরও পড়ুন...