শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
বিরহ সুরে বেজে ওঠে নক্ষত্র
লক্ষ আয়ুষ্কাল,
একই পথ, একই নিয়তি…
মিশে আছে শূন্যে।
প্রতিটি প্রজন্মের
একটা গল্প আছে,
জলের ভেতর অনন্ত বাস।
মরা নদী পার হয়ে গেলে
ডুবসাঁতার তুলে নেয় আগুন
কত ছোটাছুটি, তর্ক…
আলোর দিকে ঝকঝকে তলোয়ার
তুফানের দাগ মুছে দেয়