শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
অনন্ত কুন্ড ছায়ায় ভেসে আছে
সর্বশক্তিমানের মুখ, বাইরে ভীষণ যুদ্ধ এখন –
-যেও না কোথাও
আমাদের মাটি জন্মের মুখে
রূপ আঁকি – ভার্ণি, কাচনি, তান্ত্রিক, গোড়না… না হলে কোহবার
হাতের উপরে ছিল
ঈশ্বরের প্রত্যাখ্যান ,
দেশের হাড় গোড়
-এসো মীমাংসা করি
রুটি আর ভাতের পরোপকার
যে চোখেই তাকাই না কেন, সেখানেই তো জল
আমাদের ঘর ভরে উঠছে , মস্তিষ্কের বিভেদ
যাজ্ঞিকদের চরম বিতর্ক মুহূর্তে মেঝেতে ছেযে় গেল আরিপানা রঙ