শারদ অর্ঘ্য ১৪২৮ । বাংলাদেশের কবিতা
হৃদয়ের খামে নীল চিঠি থাক আঁকা
অমরাবতীর ভুলে যাওয়া সেই বুকে
গোধূলির খেলা নেচে যাক-নেচে যাক
বৃন্দাবনের চাঁদমাখা রাত জানুক
আমাদের প্রেম ধরে আছে মহাকাল
হলুদ পাতার শরীর মাখানো আলো
কি জানি কেন যে শুধু চমকালো
তুমি আর আমি একটি নদীর বাঁক
জলে ও অতলে নাই কোনো সংঘাত
বৃক্ষে-বৃক্ষে পাতাদের কানামাছি।
আকাশ ঘুমাচ্ছে আজ, নদীটিও–
শুধু একটি হরিণ মায়াবী দু’চোখ মেলে
দেখে নিচ্ছে অনাবিল গোপন সুন্দর
শরতের ভাঁজেভাঁজে শুভ্রতার পেলব আঁচড়
দশহাতে দূর্গতিনাশিনী ; অসুরবিনাশ।
এইতো আরতিকাল
হরিণের ভাষা হয়ে দ্রুতলয়ে চাঁদের সোপান।
নক্ষত্র খোঁজেনি যারা
শিশিরের ছোঁয়া হয়ে চায়নি অধরা হতে
তারা বুঝি আসে নেমে ধীর লয়ে ধূসরের খামে।
অসমাপ্ত রাত জানে অতৃপ্তের কথা
হরিণের বুক জুড়ে ছায়া কথকতা।