Hello Testing

3rd Year | 10th Issue

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

শারদ অর্ঘ্য ১৪২৮ ।  বাংলাদেশের কবিতা

শা হী ন   রে জা

একটি প্রেমের কবিতা

হৃদয়ের খামে নীল চিঠি থাক আঁকা
অমরাবতীর ভুলে যাওয়া সেই বুকে
গোধূলির খেলা নেচে যাক-নেচে যাক
বৃন্দাবনের চাঁদমাখা রাত জানুক
আমাদের প্রেম ধরে আছে মহাকাল
হলুদ পাতার শরীর মাখানো আলো
কি জানি কেন যে শুধু চমকালো
তুমি আর আমি একটি নদীর বাঁক
জলে ও অতলে নাই কোনো সংঘাত
বৃক্ষে-বৃক্ষে পাতাদের কানামাছি।

 

ছায়া কথকতা

আকাশ ঘুমাচ্ছে আজ, নদীটিও–
শুধু একটি হরিণ মায়াবী দু’চোখ মেলে
দেখে নিচ্ছে অনাবিল গোপন সুন্দর
শরতের ভাঁজেভাঁজে শুভ্রতার পেলব আঁচড়
দশহাতে দূর্গতিনাশিনী ; অসুরবিনাশ।

এইতো আরতিকাল
হরিণের ভাষা হয়ে দ্রুতলয়ে চাঁদের সোপান।

নক্ষত্র খোঁজেনি যারা
শিশিরের ছোঁয়া হয়ে চায়নি অধরা হতে
তারা বুঝি আসে নেমে ধীর লয়ে  ধূসরের খামে।

অসমাপ্ত রাত জানে অতৃপ্তের কথা
হরিণের বুক জুড়ে ছায়া কথকতা।

আরও পড়ুন...