শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
১
কোথাও যেন সবকিছু আলো করে বসেছি… কে কোথায় রাখিনি সেই সন্ধান… সংগোপন ভালো… মেঘে ঘেরা বাড়ির কল্পনা করেছি… মানুষে মানুষে কোনো হিংসা নেই… এক বালতি জল রেখে গেছে কেউ… হারিয়ে যাওয়া মানুষের খোঁজ করতে গিয়ে হঠাৎ কোনো ব্যথা… পাখি ও মানুষের পার্থক্য পূর্ণ হতে দেখেছি… হে বায়ু, হে সন্তাপ, হে শরীর… ধারণের ভিতরেই আছি…
২
সে চুপচাপ দেখে… কথা নেই… কোনো কথারই সৃজন হয়নি… সৃষ্টি স্থিতি লয়ের কেমন সব অদ্ভুত কাহন… বাড়ি ভেঙে সাপ উঁচুতে… এবার আবার আয়নায় ফিরি… দু-জনকে আয়না পর্যন্ত শুধুই বাতাস দেখে… বিষের পরে কীরকম গ্রহণ… মানুষ হারিয়েছে শুধু… পূর্ণিমা রাতে খুঁজে পেয়েছিল যারা… ছায়ার বেশে কে যেন আজও ডাকে… আমি দেখেছি পাখিকে মানুষ হতে আর মানুষকে পাখি…