Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

শারদ অর্ঘ্য ১৪২৮ ।  কবিতা

শি বু   ম ণ্ড ল

পুনর্মিলন

শিহরিত হতে হতে অকপটে

খুলে ফেল বরফ-আগল

শীতের খাপ থেকে বেরিয়ে

আসছে এক নিরীহ পাগল

 

অসীমে বিদ্ধ শরীরী সীমানা

ছিঁড়ে ফেলছে অলীক ইঁদুর

সহসা আদরে লাফ এলে

লোমকূপে জমে কান্নার দানা

 

ফিরতি পথে জেগে থাকে রজনী

ফুলের ফুটে ওঠা নিয়ে

নাবিকের ইচ্ছেতে ভেসে ওঠে

সলিলসমাধি নেওয়া সজনী

 

নৌকা সামলাও, হেঁই নৌকা সামলাও

যেখানেই যাও যত্ন সহকারে যাও

 

আয়ুধ

লিখে দাও আজন্মের প্রেম

মুছে দাও জন্মান্তরের বিচ্ছেদ

কামনায় ভর করে ফিরে আসছে

যন্ত্রণাকাতর নিজস্ব খেদ

 

যেমনটা ভাবা যায় না

কাঁটার গোপন নড়াচড়া

ইশারা তো তুমিও করো

আমিই মানতে চাই না

 

কলঙ্ক দাগ তো তোমারও ফসল

আঙিনায় তুলেছো মরসুমে

প্রেমের দাসত্ব করে ফিরে যাবো

মুছে যাওয়া গোপন ঘুমে

 

লিখে দাও আজন্মের প্রেম

মুছে দাও বিগ্রহ-বিচ্ছেদ

বাসনা খুঁজছে ক্রীড়া নিপুণ

কার আয়ুধে কে হবে খুন

আরও পড়ুন...