শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
ডানা ঝাড়তে ঝাড়তে হাসপাতালের দিকে উড়ে
যাচ্ছে হাঁস
আমি রেডিওবার্তা রেখে আসছি
গমখেতের মধ্যে বাজনা রেখে
আসছি
পুষ্করিণীতে মিশে যাচ্ছে আমার সমস্ত ঘাম
বহু বছর পরে রাজার হাতির মাহুত আমাকে
গান শোনাচ্ছেন
পালকে মোড়া শহর জন্মদিন মনে রাখে না
হর্ষ ও বিষাদ মনে রাখে না
আমি বরফকলের ভিতর ডটপেন ঢুকিয়ে
দিই
হাসপাতালের ছায়ায় দাঁড়ালে কেমন নুতন
হয়ে ওঠে আমাদের জীবন
নদীর ছায়া থেকে সরে আসছি বিকেলের দিকে
মানুষের চোখে মুখে যে চারণভূমি থাকে
তার ভূগোল আটকে যায় বনবাদাড়ের কাছে
এসে
সারারাত দেখি গোল চাকার গাড়ি।
গ্লাস উলটে যায়। ছায়াতেই শিবির পাতি
আমরা