শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
গড়াচ্ছে কার্নিশ বেয়ে হু হু করে জল।
ডা. মাসুদুজ্জুমান
চেয়েছেন কয়েক পঙক্তি আর্দ্র বিন্যাস
ভাবতে ভাবতে জানলায় সপসপে ভেজা একটি রোঁয়া ওঠা কাক
চঞ্চুটি বাড়িয়ে ধরল, দাও।
কানা-ভাঙা ব্রিটানিয়া হলুদ চাকতির মতো ছোট একটি গোল
দত্ত-গিন্নি সস্নেহে উড়িয়ে দিলেন, ওঁ স্বধা।
গড়াচ্ছে কার্নিশ বেয়ে হু হু করে জল।
পাথর চুঁইয়ে নামছে জল
গড়াত যা একদিন আগুনে আর অন্ন ফোটাতেন কবি
শব্দগুলি হাঁড়ি থেকে অসম্ভব সাদা
উড়ে যেত বৃষ্টির ভিতর পুণ্যলোকে।
সামগানে মুখর পাখিরা।
আজ সেই বৃষ্টি এল, ডাকছে না মত্ত দাদুরী, তবু
একটানা এস্রাজে ধূন, অনৈসর্গিক
আপনিও কি শুনতে পাচ্ছেন? মেঘদল
এইমাত্র ক্রুজে চড়ল, সমুদ্র সাঁতরে ঠিক
পৌঁছে যাবে ছেঁড়া কিছু অভ্র-পঙক্তি নিয়ে।