শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
সুন্দরের মাঝে সাহস
কিংবা
সাহসের মাঝে সুন্দর
কোনোটাই আর হল না এ-জীবনে৷
জানালা দিয়ে ঋতু পালটে যেতে দেখি
আর যা দেখি না, তাকে
কথা ও লেখায় বন্দি করি মনে৷
অন্ধ অন্ধ খেলাও তো শেষ হল প্রায়–
প্রতিটি অপরাহ্নে এখন বৃষ্টি নামে,
প্রতিটি রাত হয়ে ওঠে তিমিরতৃষিত মাথুর৷
মরীচিকাটুকু আঁকড়ে ছিলাম দিবানিশি,
খুঁজতে গেলেই দেখি সেটাও দূর, বহুদূর৷
স্মরণের ঢেউয়ে ভেসে আসা
মাধবীলতা ছায়ার মতো রূপ
ক্রমশ আবছা হচ্ছে– স্পষ্ট দেখতে পাই৷
সুন্দর ও সাহসের মাঝে আমি আসলে ছাই!
গাছের ভেতর গাছ খুঁজে মরি,
নদীর মাঝখানে নদী৷
এতকিছু খুঁজতে গিয়ে ভেবেছি
চাঁদের দেখা পাই যদি৷
হে ভবিতব্য,
ডানা খুলে নিলে শেষে৷
ভাবিনি তুমি
বসে ছিলে ছদ্মবেশে৷
খোঁজ কখন অসুখ হয়ে গেল
বুঝিনি একদম৷
একটাই প্রশ্ন ঘুরছে মাথায়–
আমি চাঁদ খুঁজতে গিয়ে
ছাদ হারিয়ে ফেলেছি প্রভু৷
আমাকে কি ক্ষমা করা যায়?