শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
এক
ধর্ম আবার কী?
কে কবে কোথায়
সাপের
পাঁচ পা দেখেছি
তুমি এসেছ
আমি এসেছি
ভালো থাক বসুন্ধরা
সুখী হোক পৃথিবী।
দুই
যিনি যত ভালো শিক্ষক
তিনি তত সূচীমুখ উদাহরণ দিতে জানেন।
সেদিন চুম্বকধর্ম পড়ানো শেষে
স্যার, লায়ালা-মজনুর গল্প বললেন।
তিন
কেউ সৎ হতে পারে
রোজগার সেখানে পরিশ্রমের।
কিন্তু রাস্তায় দাঁড়িয়ে খেলে
অভুক্ত যে সে দেখবে।
চার
রজনীগন্ধা কখনও ব্যক্তিগত হয় না
তাই একই সে, মালাবদলে ফুলশয্যায় ও মৃতদেহে
সবারই দেহে পালিত স্নেহে।