শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
সমস্ত মুখ দাঁড়িয়ে আছে দূরে
আজকাল দেখা হয় না! যারা…
শোকশব্দ শুনবে বলে
রোদ্দুরের সাথে অভিনয় করে চলেছে
সেই মানচিত্রে ঝুলে আছে
দিগন্ত বিশাল ভগ্নস্তুপ।
বলে দাও! এ জীবন
মহাজাগতিক। কেবলই শূন্যের ভেতর
আগুন পৌঁছে দেবো বলে
ভালোবাসার সাথে লড়াই করেছি।
অন্ধকার আয়ু পার হয়ে
আলোর ভিড়ে হারিয়ে যায়
এ জন্মের একটা রাত্তির
যে ভাবে ক্রমশ খুলে ফেলে
বিকীর্ণ চাদর
আর! পৃথিবী জুড়ে তার নিভৃত বিস্ময়
দেখো….
এখানে কোনো ঈশ্বর নেই
যা কিছু বিশাল হাত
ভেসে ওঠে আরও আরও
প্রার্থনায় নগ্ন চাপচাপ অভিমান
বুকে বুক রেখে
হাতে হাত
আর তার উচ্চনাদ
উড়ে যায়,
উড়ে যায়
কালো অন্ধকার