শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
মনখারাপ হলে দূরে বেহালার ছড়ে টান কিংবা উল্টোটাও
আমার জানার কথা স্নায়ুতন্ত্র অলসতা আমিষ শরীর
বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ
হাওয়া ওঠে ঘোড়ার ডানায়
হাওয়া ঘুরছে রাজার চরের মতো এদিক-ওদিক
তাদের উদ্বেগ আর গতির ভিতরে সাদা ঘোড়া পেগাসাস
ঝরনা এনে দেয়
বৃষ্টি নিয়ে অভিযোগ নেই
তড়িৎ সংক্রমণের মুখে অঝোরে নিঃশেষ হওয়াটুকু ছাড়া
ঘুম নেই এ কথাও জেনেছে সবাই
অথচ চোখের দৃষ্টি কেমন রহস্যময় দ্যাখো
রহস্য ক্রমশ ঝরতে থাকে যেন বৃষ্টি
অথচ তোমাকে ভেজায় না
আমার মনখারাপের পিঠে রোদ ঝুলে আছে জোকারের মতো
হেসো না, এক্ষুনি মেঘ এসে চেটে দেবে ঘোড়ার সতেজ দেহ
ধূসর রঙের মধ্যে আমার মুখের নির্জনতা ডুবে যায়
নির্জনতা জ্ঞানের দ্যোতক
মনখারাপ বলে কিছু নেই
দু’এক টুকরো বেহাল যন্ত্রের স্বর আচমকাই মগজে ঢুকেছে।