শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
যে স্বপ্ন সিংহের মুখ থেকে শুরু হয়েছে
তাকে ভুলে যাওয়া অসম্ভব
ঝাউগাছের নিচে চুপচাপ দাঁড়িয়ে থাকি
হাওয়া দেয়, তাতে সমুদ্রের নুন
মীন রাশির জন্ম
যে জন্ম ভেসে থাকে, চতুর্দিকে জল
সব কিছুরই তো একটা শেষ আছে
ফিরে আসা নিয়ে কীসব কথা হয়েছিল শেষবার
ভাবতে ভয় হয়
দূরে দূরে জাহাজের আলো
যে স্বপ্ন সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকে বহুদিন
বোবা পাথরের মত ভারি
তাকে ওইভাবে ফেলে আসা, অপরাধ হবে?
যারা কোথাও একটা যেতে চাইছে, একদিন চলে যাবে
যারা ফিরে আসবে বলে উন্মুখ, এসে দেখবে
রহস্য বলে আর কিছু নেই
ঘাসের ওপর পড়ে আছে জীবন বীমার কাগজ
পঞ্চাশ বছর আগে প্রতিবাদ করেছিল যারা
হাওয়ার ভেতর তাদের নির্ভুল যুক্তি মিলিয়ে গেছে
সামার ভেকেশনের মত
মনে মনে বলা কথাগুলো
এখন পড়ে নিচ্ছে কেউ
কোথাও একটা চলে গিয়ে যারা দেখেছে
শূন্যতার চৌকো বরফ ভেসে আছে নীল হ্রদে
তাদের পথগুলো শুধু ক্রমাগত ঢালু
তাদের পথগুলো প্রেমিকের চোখের মত
একদিন কোথাও একটা নিয়ে গিয়ে ফেলবেই