Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ ক বি তা

ঈ শি তা   ভা দু ড়ী

প্যারালাল ডার্কনেস

অন্ধকারের দিকে অপলক তাকিয়ে থাকলে

শুকনো চক্ষুতটও ভেসে যায়

কী ভীষণ, আমি জানি।

আর, ঘূর্ণায়মান কোনও বৃত্তের দিকে

স্থির দৃষ্টি রাখলে

বৃত্তগুলোই আসলে ভেঙে যায়,

তাও কি জানি না?

 

রাত্রিকে খণ্ড খণ্ড করে তবু আমি

লিখে যাই প্যারালাল ডার্কনেস,

আর, চিকিৎসক

অনিদ্রাকে কাটাছেঁড়া করতে করতে

অ্যাবসোলুট অ্যাংজাইটি এঁকে যান।

 

এইভাবে রাত্রির পরে

রাত্রিই পড়ে থাকে।

pujo_16_sketch2

উইন্ডোজ

মেমোরি ডট কম…

স্ক্রোল করে যাই…

 

স্মৃতির উইন্ডো খুলে প্রিয় ছবি কোনো

ভেসে এলে

মনে হয়

ছুঁয়ে থাকি কিছুকাল আরও।

বিগত দুঃখশোকও কীভাবে

নরম ঘাসের মতন পড়ে থাকে!

পাস্ট টেন্সের যাবতীয় শূন্যতা

ক্রমশ ফিকে কেমন!

কোণ থেকে সমগ্র ক্ষরণও

বাষ্প হয়ে উঠে যায় আকাশে!

অতঃপর আন-এন্ডিং মুগ্ধতার আঁচড়

মেমোরি-বক্সে…

 

বোঝা দুষ্কর এই সব।

মস্তিষ্ক না হয় বুঝে নিক

উইন্ডো-কপাটে সমর্পণের এই পলকগুলি…

pujo_16_sketch2

কাঁটা

আমি তো আগল

খুলেই দিয়েছিলাম

প্রত্যুষে,

দ্বিচারিতা ছিল না

কোনো।

পোড়া পোড়া গন্ধ তবু।

তবে কি

বিশুদ্ধ ছিল না

আমাদের

কথকতা ইত্যাদি?

নতুবা, ডানাগুলো

কাঁটা হয়ে পড়ে কেন

চরে?

pujo_16_sketch2

মানুষজন্ম

অন্ধকার আর আলোর মধ্যে

আস্ত একটা রাত্রি পড়ে থাকে।

সেই রাত্রির মধ্যেই যত সব

চৌরাস্তা, পাঁচরাস্তার মারপ্যাঁচ।

আর সেই রাস্তাগুলোর মধ্যিখানে

আমাদের মানুষজন্ম দাঁড়িয়ে পড়ে।

 

কোন রাস্তায় ফুটে আছে

আলো নিবিড়,

কোন রাস্তায় জমাট অন্ধকার

জানা হয় না কারুর কারুর।

 

এর মধ্যেই কেউ কেউ পারে

অন্ধকারগুলো টুকরো টুকরো করে

রাত্রি পার করে

আলোর মধ্যে হেঁটে যেতে,

যেমন তুমি, অনুপম।

pic333

আরও পড়ুন...