Hello Testing

3rd Year | 10th Issue

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

কু হে লি   ক র

মা নিষাদ দ্বিজাতিতত্ত্ব

 

মন খারাপ। মাথা ব‍্যথা। মা নিষাদ। হে অকস্মাৎ! কোকিলের দল কী ভুলে গিয়েছে কোন সময় ডাকতে হয়? নাকি আমরাই নির্দ্ধারিত করে দিয়েছি, ওরা শুধুমাত্র বসন্ত এলে ডাকবে কুহু সুরে?

 

 

পাশের নারকেল গাছ টায়, এই ভাদ্রের বস্তাপচা গরমে কিচিরমিচির, পাশের বাড়ির উঠোনে ঝাঁটা পড়ার আওয়াজ; চোখ বুজে আসে। তখনই যত্তসব। দুয়ারে জল দেওয়া, ময়লার গাড়ির হুইসেল; জনসাধারণের জন্যে। পাছে ভাবি বোধহয়, কোকিলের বাচ্চা মেয়েটিকে, একটি কাক পুরুষ চুরি করে নিয়েছে; মায়া হয়। প্রেম পায়। কিন্তু কদ্দিন ওদের হবে একসাথে বসবাস?

 

 

চোখ আবার বুজে আসে। এদিকে বাড়ি নিস্তব্ধ, কাক-চিল বসার জো নেই। এই সব নিয়েই আমার ছোট্ট উত্তর কলকাতা, নারকেল গাছ, সুপারি গাছ, ঈশান ও নৈঋত কোণ সবাই মিলে মিশে থাকুক। মা নিষাদ।

আরও পড়ুন...