ক বি তা
আলো থেকে খুলে ফেলেছি দৃশ্য
চুম্বন থেকে ছিঁড়ে নিয়েছি ঠোঁট
বিরক্ত দোকানী তাও মভ রঙ চেনাচ্ছে আমায়।
আজ বিকেলেও বৃষ্টির কথা আছে বলে
বাগান ছাতার নীচে রেখে এসেছি কিশোরীবেলা
আহা ! যত্ন করা হয় না কতদিন…
কিন্তু কী আশ্চর্য !
আমাকে অপারগ দেখে
দৃশ্য ও ঠোঁট নিজেরাই আড়াল খুঁজে নিয়েছে
অবচেতনের একপাশে
রূপক ছাড়াই এই সন্ধ্যা অতি মনোরম।
তিরতিরে নম্র আলো নেমে আসছে
নক্ষত্রজগৎ থেকে…
দূরে জঙ্গলের মধ্যে ধোঁয়া উঠছে
কেউ হয়তো আগুন জ্বেলেছে।
আজ আর যারা নেই তাদের সবার দুঃখ
আশা ও নিরাশা যেন ধোঁয়ার কুণ্ডলী হয়ে
উঠে যাচ্ছে সন্ধ্যা অভিমুখে