ক বি তা
বর্ষায় প্রতিবছর আমাদের খড়ের পালইগুলো ধ্বসে যায়।
পচে গিয়ে সেজে ওঠে,
পোয়াল ছাতুর সংসার
পোয়াল ছাতুর রান্না
আমাদের সকলের খুব প্রিয়
তাই দুঃখের থেকে খুশিই বেশি আমাদের
শুধু আমার বড় বাবা অনেকদিন ধরে কিছু খেতে পারেন না
মা-মরা বাছুরটাকে
সারাবছর
কী খাওয়াবেন ভেবে।
বুকে গুলি লাগার মতো মাঝেমাঝে ব্যথা হয় শরীরের।
অমলের থেকেও গভীর অমল হয়ে,
আমি তখন
সুধার থেকেও গভীর সুধার
খোঁজ করতে থাকি
সুধা আসেনা, আসে শুধু
একটি দলছুট মোরগ
আমি যতক্ষণ ঘুমাই, আমার সঙ্গে সেও ঘুমায়
আমি যতক্ষণ জাগি, যেন আমার সাথে সাথে জেগে থাকে বাংলা কবিতা
ক্ষণিকের জন্য, আমি সব ব্যথা ভুলে যাই।