৬
উন্মাদনার আগুনে যখন ঘরগুলো
জ্বলে পুড়ে মরে, তখন আর নারী নয়,
পুরুষ নয় – বৃষ্টি হয়ে ওঠার সময়
আগুনের আত্মজীবনীর বিরুদ্ধে লেখা থাক
লাখো লাখো জলের ফোঁটা দাগ
সেই মাটি, সেই ঝাঁকড়া গাছ, সেই সব
আগুনের ফুলকির ছিঁটে দাগে
কালো পোড়া শরীরের বিরুদ্ধে
কাঁকাল ভূমিরূপ মাটির পাদদেশ
প্রতিটা কোণায় কোণায় লেগে আছে তাপ আর গন্ধ
এবার আস্তে আস্তে তোমার হাত ধরতেই
শুধুই ভেসে উঠছে মানুষের উৎসব