Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ ক বি তা

সা য় ন   ভ ট্টা চা র্য

আলপনা লেখা ঘর

 
আলতা ভরা পায়ে তোমার পা রাখতেই 
একটা গোটা কাপড়ের উপর লেখা হল পথ
ঘর ভরে গেল আলপনায়, ঘন হয়ে উঠলো
অনেক কলকা,রেখা আর কারুকাজে-
তোমাকে স্পর্শ করলো জল ভরা মেঘবাড়ি
pujo_16_sketch2
 
একটা ভাঙা কলসির অনেকগুলো টুকরো
এদিক ওদিক থেকে নিয়ে এসে; বিছানার পাশে
অমৃতা বসলো – তারপর কিছু লন্ডভন্ড পাতা,
শব্দ,স্তবক নিয়ে এক জায়গায় রাখা হলো
আগামীকাল ঘর ঝাঁট দেওয়া হলে রাস্তায় গিয়ে গড়াগড়ি খাবে সব, 
তখন তো আবার এক রক্তারক্তি কান্ড ঘটে যাবে!
 
pujo_16_sketch2
 
ছেঁড়াফাটা জামাকাপড়গুলো সব 
এক অতল খাটের নিচে ফেলে দিলাম
এখন তুমি ছিঁড়ে যাওয়ার কারণগুলো 
নিয়ে সাবধান করো…
হঠাৎ পার্কের মাঠে হেসে ওঠে শিশুর টোল খাওয়া গাল
 
pujo_16_sketch2
 
এখন আর আমাকে মাটিতে ঘুমাতে হয় না,
ঘর ভরে উঠেছে বিছানায়
এখন আমরা গল্প করার সময় ঘড়ি দেখি না,
ঘড়িটা কাঁদে আর আমরা হাসি,
কিছুক্ষণ পর থেকে রাস্তার একটা একটা করে
আলো বুজে আসে – তোমার চোখের মতো 
তখন হঠাৎ খাতা খুলতেই দপ্ করে জ্বলে ওঠে যজ্ঞের আগুন
pic333
 
বল্লভপুর ডাঙার এক ভিটের উপর দেখি
ধ্যানের জন্য প্রস্তুত হচ্ছেন গৌতম বুদ্ধ
কিন্তু কিছুতেই তাঁর চোখ বন্ধ হচ্ছে না
লাল কাঁকরে ভরে যাচ্ছে চিবরের প্রতিটি ভাঁজ
এমন সময় পূর্ণিমা নাট্যগ্রামে চাঁদ নেমে এলো
মুখ আঁকা হাঁড়ির উপর,
এমন সময় চুপ করে দাঁড়িয়ে খেয়াল করতে হয়
পৃথিবীর জন্য অন্য এক নন্দনকাননের বীজ কেঁপে ওঠে তোমার গর্ভে। 
pujo_16_sketch2
 
উন্মাদনার আগুনে যখন ঘরগুলো
জ্বলে পুড়ে মরে, তখন আর নারী নয়,
পুরুষ নয় – বৃষ্টি হয়ে ওঠার সময়
আগুনের আত্মজীবনীর বিরুদ্ধে লেখা থাক
লাখো লাখো জলের ফোঁটা দাগ
সেই মাটি, সেই ঝাঁকড়া গাছ, সেই সব
আগুনের ফুলকির ছিঁটে দাগে 
কালো পোড়া শরীরের বিরুদ্ধে
কাঁকাল ভূমিরূপ মাটির পাদদেশ
প্রতিটা কোণায় কোণায় লেগে আছে তাপ আর গন্ধ
এবার আস্তে আস্তে তোমার হাত ধরতেই
শুধুই ভেসে উঠছে মানুষের উৎসব
pujo_16_sketch2

আরও পড়ুন...