ক বি তা
এতোটুকু লেখা হলে বিষাদের কাছে ফিরে আসি
গান রেখে গেছে গাছ জানালার পাশে
উঠে আসে ব্রহ্মনাদ কৈশিক নেশায়।
এতোই কঠিন ছিল বঙ্কিম ভুরুর চিহ্ন খোঁজা!
এতোই কঠিন ছিল বলা, ‘অভিমানী, ফিরে এসো’…
চুঁইয়ে নামছে রস
অব্যর্থ লেখারা মধুকোষ।
সাজিয়ে রেখেছে সব
আতসকাচের সিঁড়ি, রঙচঙে মাটির পুতুল
প্রাচীন শহর আর, ধ্বংসাবশেষ।
কেউ কেউ সাজিয়েছে মেঘের মিনার,
বজ্রপাতে মুঠো ভরা কারো বা স্বভাব।
কারো কাছে আছে জাদু, উলটিয়ে দিলে
বিষাদসিন্ধু, তরঙ্গের পিঠে।
কেউ খুব পরিপাটি, সাজানো গোছানো
আবহাওয়ার পূর্বাভাস
ফর্মার ফরমায়েসে বিছিয়ে রেখেছে।
বন্ধুজন এরা সব, নিরীহ পাতায় লেখা
ছন্দবদ্ধ চন্দ্রাহত দুরন্ত কীর্তন
মাঠ যেন মাতিয়ে রেখেছে।