বাং লা দে শে র ক বি তা
একটা বিষণ্ন দেয়াল এসে দাঁড়িয়ে থাকে।
মানুষের মতো।
আমার ভুল ভাঙে না।
চশমা হেঁটে যায়
চশমার সক্ষমতা মানুষের চে’ বেশি
দূরবর্তী কোনো নদী হয়তো মানুষ চেনে
পা চেনে। দেয়াল বোঝে না।
চিরদিন মানুষ সঙ্গীহীন ছিল
চিরদিন মানুষ বিষণ্ণই থেকেছে…
অজস্র কামফুল ফুটে আছে।
অজস্র কাম ফল
গূঢ়ার্থ জানে বৃক্ষ, জানে পাখিদল
সমুদ্রও ঢেলে দেয় তীব্র কামের ফেনা
শামুক ও ঝিনুকের লালায়
বজ্রের কাম লুকনো মেঘে মেঘে
নাদে ও নিনাদে…
মৃত যে সেই কামহীন
সেই উগরে দেয় ক্রোধ, লোভ ও মাৎসর্য
শ্রীহীন এ সংসার তাই!