বাং লা দে শে র ক বি তা
রেণুর মতো উড়ে যাওয়া বয়স
হলুদ থাকে বিস্তর
সবুজের মতো প্রাচীন ঘ্রাণ ছুঁয়ে ঝরনা
ঝরে মাটির শরীরে–
মোমের মতো
পালকের মতো
পাপড়ির মতো
ঝরে পড়ে ঝিলমিল
পানির প্রাচীরে আঙুল ছুঁয়ে বসন্ত বলে,
আজ আর অভিমান করবো না
আজ আর কাঁদবো না
আজ আর মরতে চাই না
একদিন হলেও–
আমার মৌমাছির মতো বাঁচা উচিত।
মুখ বুজে থাকা বিড়ালের মতো দুঃখ
অসীম হতে থাকে,
পাথরের প্রস্রবন চিরকাল অলীক কল্পনা
তবুও ভাবি– একটা কুলকুল জলপ্রপাত
তেষ্টা ফুরাবে।
ক্রসরোডে পড়ে থাকা স্মৃতির ছাই
কখনো নড়বে না
থমকে থাকে–
যেভাবে থমকে থাকে অন্ধকারের ক্রিয়ালাপ।