ক বি তা
বিষণ্ণ জঙ্গল থেকে ছুটে আসে বাসন্তী ফড়িং
যে গাছেদের জন্মানোর কথা ছিল, তারা আজ
শর্তহীন বিছানায়– মূক, প্রতীকী
ধুলোর শিকল পায়ে কামুক শরীর
দ্যাখো ছাতিমপাতা ওড়ে–
ফকিরি গানে হেঁটে যায় ফল্গুপথিক
তোমার ভেতর যা আগুন,
আমার জলজ সন্তাপ,
অস্পষ্ট না হলে বুঝতে পারি না ‘আমি’
দু-পাথরচোখে
নিঃসঙ্গতা ঘষতে ঘষতে
একদিন
ছিটকে গেল আলো