ক বি তা
যে নেই, তার না-থাকা প্রতিধ্বনিত হতে থাকে
এই মহাবিশ্বের প্রতিটা কণায়
হৃদয়ের ছায়াপথে– এক স্তব্ধ হাহাকার
অনন্তের দিকে হেঁটে যায়!
পুরনো ফাইলের মতো এই সব মৌনতাগুলো
সময়ের ধুলোবালি, মাকড়সার জাল মেখে
স্তব্ধতার গুদামঘরে অবহেলায় পড়ে থাকে
প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না