ক বি তা
উৎসর্গ – সের্গেই আক্সাকভ
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়ে
ছোট সেই মেয়ে কবে আগুনের হবে
কুঠুরিতে তেল নেই নেই কোনো দাসী
কাঠ হয়ে পুড়ে গেল সাদা বেনারসী
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়ে
ভোরের আকাশ কবে শিকল জড়াবে
রূপের ডালিটি তার শুধু খোয়া যায়
মীনের আলোতে পার হলে দয়াময়
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়ে
বুকের ভেতরে তার বুনো আলো তুলে
ছুঁয়ে দেয় শিলাগুলো মহলের পাশে
ধুধু করে ফল সব না বলা সুবাসে
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়ে
সবুজের গানগুলো একাকার হলে
ছোট মেয়ে কাছে গেলে চুমো দেয় বকে
ধবধবে হাত গেলে পাথরের শোকে
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়ে
বিনি ঘোড়া ঘোরে তাই ঘাসেদের বুকে
খাবারের দেশে খোঁজো মড়কের গুণ
বিবেচনা তুলে দিয়ে কেটেছ ফাগুন
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়ে
কাটে রাত সব শেষে আঘাত কুড়িয়ে
মহলের গায়ে তাই লাল লাল দাগ
চোখে ফুটে ওঠে দেখি আগুনে পরাগ
সাপের ছায়ার কাছে ফুরিয়ে এসেছি
চলে গেলে তামা নিয়ে বালোচেম দূত
তুমি কি ভুবন সেই দূষণে ডাহুক?
নেমে এলে জালা নিয়ে রুদাগির মুখ
উটের আহত পায়ে ঘুঙুর পচেছে
ফুরিয়ে এসেছে ধূপ সকালের ঘাটে
মনের মেবারে আজ ছায়া লেগে আছে
জলের মরুতে তাই টোকা মেরে নাচে
রাতের সুরের কাছে শুনেছি বাগেশ্রী
রঙ থেকে তুলে দেখি বোকার তরজা
তুমি কি এখনো সেই দূরের ডাহুক?
ঋতুদের দোষ নিয়ে তুলেছ ঝিনুক
মড়ক লেগেছে খুব টান টান হয়ে
রেঢ়ির তেলের কুপি পড়েছে হঠাত
শিশিরে ভেজানো নখ গরমের কাছে
কুবাতাস নিয়ে জানি হয়েছে ছোঁয়াচে
দোকানে দোকানে খুব ছবি হেসে যায়
রুটির আগুনে ঘামে মানুষ উনুন
তুমি কি এখনো সেই কাচের ডাহুক?
উড়ে যাবে জেনে বুঝি ফেরালে চিবুক