Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

শ্রী ত ন্বী   চ ক্র ব র্তী

উন্মুখ 

সহসা আলোভেদে চিনে নাও সুখ, 

ছেঁড়া ছেঁড়া তুলো মিলে পিলসুজ বারোয়ারী 

কাশফুল, ধানগোলা আকাশের বুক।

 

চেনো তো ভ্রুকুটি সবটুক, 

চেনাশোনা পাঁচতারা, বসন্তবৌরি 

আল্পনা, পানপাতা, চির-উন্মুখ।

 

দূরবর্তী

কোথাও কোথাও শ্যামকাঞ্চন মেঘের আকুলতায় তোমার নাম লিখে রেখেছিলাম,

মথিত মাটিতে বীজরোপণ চলছিলো, 

তোমার ছায়ার সুগন্ধে উন্মনা স্থলপদ্মগুলো আরো ভরন্ত হয়ে উঠছিলো, 

খুঁট-জড়ানো বিড়ম্বনার মাঝে সন্ধ্যাতারা ফুটে ওঠা দেখেছিলে? 

স্থল থেকে জল, জল থেকে নক্ষত্রপুঞ্জ, 

নক্ষত্রের রিক্ততা থেকে বিন্দু বিন্দু সূর্যপ্রলাপ,

সূর্যের মতিভ্রম?

নাকি তুমি আরো দূরবর্তী হয়ে উঠছিলে!

আরও পড়ুন...