ক বি তা
The apparition of these faces in the crowd:
Petals on a wet, black bough. –Ezra Pound
পুজো, নিম্নচাপ, মাটির গন্ধ,
মেট্রো এসে দাঁড়ায় পার্ক স্ট্রিট।
বাঁয়ে স্টেশন, শিউলি ফুলের গোছা,
ধাক্কা মারে ভূত, ভাগ মিলখা ভাগ!
বাংলা ভাষা, না পাহাড়িয়া বাঁশি?
চিলচিৎকার, বানভাসি!
সিট ফাঁকা, মেট্রো জিন্দাবাদ!
কাছে এসো, তোমায় ডাকি ‘কবি সুভাষ’।
কালো কালো মুখ, বন্ধ বন্ধ গেট
পরের স্টেশন ময়দান, প্ল্যাটফর্ম ডান দিকে।
একাকী নারীরা হাঁটতে ভালোবাসেন
নারী বলে নয়, একাকী বলে
হাঁটার পরিসরে রোধ নেই কোনো;
গভীর পাইনবন সিঁদুরে করে দেয় সূর্যাস্ত
একাকী নারীরা রিক্ত করে জমি,
সকল ভ্রমণ এইখানেই তো শুরু—
নেই, থামা নেই কোনো একাকী নারীদের–
ফিরে দেখা নেই যৌবন, শারীরিক চাহিদা
একাকী নারীরা যে বড়ই হাঁটতে ভালোবাসেন;
বিস্তীর্ণ ঝাউবন, চোখ এবং কয়েকজন নারী
সম্পূর্ণ একা, শুধু হাঁটতে ভালোবাসেন।