Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

অ ন ন্য   চ ক্র ব র্তী

মেট্রো স্টেশনে ৩০ সেকেন্ড

The apparition of these faces in the crowd:

Petals on a wet, black bough. –Ezra Pound

 

পুজো, নিম্নচাপ, মাটির গন্ধ,

মেট্রো এসে দাঁড়ায় পার্ক স্ট্রিট।

 

বাঁয়ে স্টেশন, শিউলি ফুলের গোছা,

ধাক্কা মারে ভূত, ভাগ মিলখা ভাগ!

 

বাংলা ভাষা, না পাহাড়িয়া বাঁশি?

চিলচিৎকার, বানভাসি!

 

সিট ফাঁকা, মেট্রো জিন্দাবাদ!

কাছে এসো, তোমায় ডাকি ‘কবি সুভাষ’।

 

কালো কালো মুখ, বন্ধ বন্ধ গেট

পরের স্টেশন ময়দান, প্ল্যাটফর্ম ডান দিকে।

 

একাকী নারীরা হাঁটতে ভালোবাসেন

একাকী নারীরা হাঁটতে ভালোবাসেন

নারী বলে নয়, একাকী বলে

হাঁটার পরিসরে রোধ নেই কোনো;

 

গভীর পাইনবন সিঁদুরে করে দেয় সূর্যাস্ত

একাকী নারীরা রিক্ত করে জমি,

সকল ভ্রমণ এইখানেই তো শুরু—

 

নেই, থামা নেই কোনো একাকী নারীদের–

ফিরে দেখা নেই যৌবন, শারীরিক চাহিদা

একাকী নারীরা যে বড়ই হাঁটতে ভালোবাসেন;

 

বিস্তীর্ণ ঝাউবন, চোখ এবং কয়েকজন নারী

সম্পূর্ণ একা, শুধু হাঁটতে ভালোবাসেন।

আরও পড়ুন...