ক বি তা
এক একটা স্পর্শ ধ্বনি এক একটা বাঘ আর এখানে
হেমন্ত রাত শুয়ে থাকে
অজান্তে
জন্ম নেয় একটা গাছ;
জন্ম নেয় একটা গল্প বলার পাখি
এভাবে একটা শতাব্দি এগিয়ে যায়
নদীতে বয়ে যায়
জল
হিল্লোল তুলে আত্মহারা হয়ে পড়ে
নাগরিকের ছায়া পড়ে নদীর জলে
রঙিন মাছ গোধূলির আলোয় ভেসে বেড়ায়