Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ ক বি তা

ই ন্দ্রা ণী   পা ল

অ্যাসাইলাম 

গমের ক্ষেতে হেঁটে যাওয়া; আর রোদ্দুর

 এই গল্পে কোথাও খুনোখুনি নেই

 উজ্জ্বল রঙে কাকগুলি উড়ে যায়

 অ্যাসাইলামের বারান্দা, আশেপাশের মাঠ

 

 দূর কুয়াশার মধ্যে

 মানুষেরা হারিয়ে গিয়ে ফিরে আসে আবার।

 আমরাও ভিন্ন হই অন্যরকম আঁচে

 নিশীথে ফুলমালা দোলে

 যামিনী না যেতে 

 মহীনের ঘোড়াগুলি মরে ভূত হয়ে গেছে

 

 হাওয়ায় খঞ্জনির শব্দ নৈঃশব্দ্য ভেঙে কাছে আসে

 চকিতে সুদূরে মিলায়

 তারাভরা আকাশের নীচে

 এক উন্মাদ অসুস্থ কল্পনা থেকে

 শিল্পের জন্ম দিয়ে যায়।

pujo_16_sketch2

প্রহরশেষের ঘন্টা

ধুলোজনিত স্মৃতির কাঁচ ঠেলে সাজিয়ে রাখি শোপিস

মার্জারিনের দিন ফিরে এসেছে

গোটা বিচারপর্ব জুড়ে নিরুত্তাপ থেকে যাই

যদিও উপস্থিত সুধীজনের কাছে আন্তরিক কৃতজ্ঞতা

 

প্রথম কয়েক ঘন্টা কিছুই শোনা যাবে না। চাপা কাশি

বুকের ওঠানামা হাপরের মতো দেখাবে

থুতু ও নাভির ভিতর

একটি মাকড়সার জাল এগিয়ে যাচ্ছে

যখন আমাদের কণ্ঠনালি দশদিন কেউ চেপে রেখেছে

 

প্রহরশেষের ঘন্টা বেজে ওঠে 

এইমাত্র মর্ত্যে দেবদূতের আবির্ভাব ঘটেছে

আর উজ্জ্বল নক্ষত্র অনুসরণ করে তিনজন প্রাজ্ঞ

আস্তাবলের দিকে এগিয়ে চলেছে।

ধূপ, ধুনো, অগুরু, চন্দন— সুগন্ধী পুড়ছে

pujo_16_sketch2

সন্তাপ

প্রতিটি অপরাধের পর বিবেক মাথাচাড়া দিয়ে ওঠে

আর আমরা অসহায় আত্মসমর্পণ করি

লাল উল চলে যাচ্ছে লাল ভেড়ার সামনে দিয়ে

রগ টিপে ধরে ধাতস্থ হতে চেষ্টা চালাচ্ছি

 

এসি চালু আছে; এবং গাড়ির তাপমাত্রা হুহু করে

কমছে; চাবি ঘুরিয়ে দেখে নিচ্ছি।

 

সৈনিকদের হইহল্লা; আর তাঁবু থেকে বেরিয়ে আসার জন্য

হরিণীর চিৎকার; সব মিলেমিশে যাচ্ছে

বড়দিনে গির্জার ঘন্টায়

 

পেরেকে ঝোলানো চে গেভারা

মোমবাতিটা নিভে গেছে,

আমরা নতমস্তকে দেশলাই খুঁজে চলি।

pujo_16_sketch2

নিরাময়

সেরে যাওয়া প্রতিটি ক্ষত যন্ত্রণার স্মৃতি উস্কে দিচ্ছে

ম্যাস্টিফ আপেল চিবোতে চিবোতে

তালাবন্ধ ঘরের দিকে চলে যাচ্ছে

যখন আয়নায় নিজের প্রতিবিম্ব চিনতে পারে না সাতদিন

 

বন্ধ দরজার কেবিন। যুবতী লাইটহাউজ

একটি জাহাজ পানামা খালের দিকে চলে যাচ্ছে

 

প্লেট লাফিয়ে নামছে; কাঁচের টুকরো এসে বিঁধছে

প্রতিটি আপেল অন্য আপেলের গলা টিপে ধরছে

 

সেরে যাওয়া ক্ষতে শুকনো চামড়া খসখস করছে

একবার ব্রাশ বুলিয়ে নেওয়া দরকার

শেষবারের মতো ওয়াশরুম খুঁজছি।

pujo_16_sketch2

আরও পড়ুন...