ক বি তা
যেভাবে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছ
আর চোখ থেকে ভেঙে পড়ছে সম্বিৎ নৌকা
আমাদের উচিত শুয়ে পড়া
ভরা বাজারে বাঁশতলায় কিংবা পেটের ওপর
সাপের স্বভাবে
ব্যাঙের স্বভাবে
দীর্ঘ ত্যাগ, সুদীর্ঘ সমর্পণ— যাকে বলা যায় স্বাধীন দেশ
যা বিমূর্তের রঙিন পা
আদিম উপাসনালয়,
কাদা থেকে উঠে আসে মধ্যযামের ঝুঁকি
আশ্চর্য সব মাকড়সার জাল
তাকিয়ে থাকি জলের শূন্যস্থানে
ফিসফিস শব্দে কে যেন ছুটছে জল থেকে জলজর দিকে।