বাং লা দে শে র ক বি তা
স্যাঁতস্যাঁতে নৌকার চোখ লেগে আছে
বক্ষবন্ধনিহীন খোলা ১৩ বছরী পিরামিডে!
শিউলি তার কোমলতা বাড়িয়ে চলছে
ঘৃতকুমারীর আবরন ছাড়ানো ভেষজী কায়দায়।
লাগামহীন ঠোঁট ছুটছে আলোর গতির থেকেও দ্রুত
নৌকার চোখ-পিরামিড-শিউলির কোমলতা
ঘৃতকুমারীর থলথলে আবরন ভেদ করে, নিস্তেজ উপসনায়…
তুমি যে আমাকে সরে থাকতে বলো
আমি কোন দিকে সরে থাকবো?
সুগন্ধী বাম পাজর থেকে ডান দিকে?
ঠোঁট থেকে কপালের দিকে?
নাকি তোমার শক্ত হাত পার করে একটু দূরে থাকা
মাথা ভর্তি কোঁকড়া কালো চুল ছেড়ে
চোখ পার করে ভ্রু-র দিকে।
পুরো তুমি জুড়েই তো আমার প্রিয়
বকুলের বিছানা পেতে রাখো…
আমি কোন দিকে যাবো—
বলে দেবে আমায়?