ক বি তা
সিগারেটের ধোঁয়ায় এখন লিখে রাখো
বিরক্তিকর মনের ঠিকানা
যা ভেবেছিলে তা হল না
দিনশেষ শ্লথ হয় ফ্লাইওভার ঘেঁষে
বাইক চালকের গলায় লকলাইন…
প্রতি রাতে শিরা কাটো কেন?
এত রক্ত বহমান সাঁতার শেখেনি
নেশাও তোমাকে খায়
তুমি কেন নেশাকে খাও না!
ঘামের গন্ধ শুঁকে তোমার শরীরে যাই
গ্রীষ্ম দুপুরে স্কুলফেরা ছেড়ে রাখা জামা
কিশোর বড় হয়, বেড়ে-ওঠে তীব্র ঘ্রাণ
সাঁতার জানে না বলে অসহায় ভাসে।
অবগাহন কাকে বলে সেদিন বুঝিনি
আজ শুষ্ক বিছানায় শুয়ে শুয়ে
জলহীন সাঁতার শিখছি…