Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

স ম র   সু র

রূপকথার গল্প

নদী ডুবে গেলে

জলের সীমানা বেড়ে যায়

সাবধানে পা ফেলি, কোথায় নোঙর গেঁথে আছে

একমাত্র মাটিই জানে।

নৌকো ভেসে গেছে জলের তোড়ে, ছেঁড়া পাল ওড়ে বিধ্বস্ত 

পতাকার মতো

ভেসে আসে কাঠের পাদুকা, শাঁখা, উত্তরীয়

মনে হয় কোনো প্রাচীন জনপদ ছিল কাছাকাছি 

হয়তো বা জেগে ওঠার সংকেত

শাশ্বত সে এক ধরনের প্রবঞ্চনা ঈশ্বরও জানেন।

সকালের হাসিমুখ ফিরে এলে রাতে

সেভাবে কী আর উৎফুল্ল থাকে!

নদী শুকিয়ে গেলে ভেসে ওঠে নোঙর, চর, রাবণের মাথা, তীরধনুক

 

শুধু সোনার হরিণ সাজতো যে ছেলেটি সে আর কোনো দিন ফিরে আসে না।

আরও পড়ুন...