ক বি তা
নাভির মধ্যে ব্রহ্ম আছে
ব্রহ্ম আছে বুকের খাঁচায়
অভেদ জ্ঞানে দিব্য এ মন
আশিক তরুণ হৃদয় নাচায়
পা ফেলেছি মাটির ওপর
পায়ে নরম ঠেকছে কায়া
পদ্মভাবে করছে ধারণ
মায়ার খেলায় মহামায়া
চুলগুলো সব উড়ছে উদাস
আলোর আঁচে নয়ন মটক
হিমেল রাতের রাস্তা জানে
কুয়াশারাই অনুঘটক
ব্রহ্মজ্ঞানী প্রেমিক আমার
সব ভুলে তাই তাকিয়ে থাকে
রাত ছুঁয়ে যায় বিষশলাকা
শিশির ভেজা কথার ফাঁকে
গরল প্রবল মহব্বতে
বিষে বিষে নীল হয়ে যাই
রাতটা জানে, চুপ থাকে না
গোপন করা সব আশনাই
গলা টিপে ধরেছে সত্যি কথারা
তাই ব্যথা এত
বুকে পেটে বাঘনখ দাগ
আমি কোনো বনাঞ্চল ছিলাম না কখনো
স্রোত সব চিহ্নগুলো ভাসিয়ে নিয়ে গেছে
কতটা কষ্ট হল পরিমাপ চেয়ে ফিরে গেছ
তবুও নদীবুকে দেখোনি অবোধ
ছায়াছবি যত ধরা আছে কষ্ট ততটাই
বাদবাকি অভিযোগ, দুঃখ বিলাস