ক বি তা
A wise girl knows her limits , a smart girl knows that she has none
— Marilyn Monroe
অনেকটা ভগবানের থেকে বেরিয়ে তৃণকে হাতিয়ার করে বাকিটা সুখ ঘন ঘন ফোটায় হাটের বেচাকেনায়
আমি ব্যবসায়ি, মুখের কথা বঙ্গোপসাগরে ডুবিয়ে দুবাইয়ে বিক্রি করি অথচ কুষ্ঠিতে বিদেশ যোগ নেই!
ভেঙে যাওয়া প্ল্যাটফর্মে তাকিয়ে দেখি শয়তান কেনাবেচা চলছে অথচ ব্যস্ত রাস্তার বাঁকে পেয়ারাওয়ালা ঠিক দাম পায় না!
আপনি তো ভগবান
সব দোকানের মালিক
একটু দেখুন না কোথা থেকে উঠছে পোড়া গন্ধ
হয়তো মেয়েটা চিঠি পড়েই শোনাত পৌষ প্রেমিককে
শুধু মানুষ না বনের পাখিও খুঁজছে সুখের পতাকা, হাওয়ার বিপরীতে আর কত উড়বে!
ঘূর্ণির স্রোতে বাজায় ভাঙা হারমোনিয়াম! ঐটুকুই পৃথিবী আর যা ব্যবসা করি: বামনপ্রতিমাতেই আসনশুদ্ধি