ক বি তা
কী লিখবো।
কী ভাববো।
কী করবো।
এগুলো একেকটা দড়ি,
হতে পারে নাইলন অথবা পাটের।
আত্মহত্যার প্রবণতা একধরণের ডিপ্রেশনে ডোবা মারমেড। অস্তিত্ব সংকট যার প্রধান বৈশিষ্ট্য হিসেবে থাকে।
রেশমি ওড়নায় জড়ানো একটা চোখ, প্রাচীন সিন্ধু বয়ে যাচ্ছে।
বিষাদ
বিবর্ণ
বিরল।
এতকিছুর পর শুধু জমা দাগ থাকে…
আসলে সম্পর্ক একটা উর্বর ভূমি
চাষ হতে হতে অনুর্বরতা অনিবার্য।
আর আমরা একেকটা সভ্যতার মতো
আসি।
থাকি।
উন্নত হই।
সাফল্যের কাছাকাছি যাই।
অথবা যাই না।
শেষমেশ শুধু কিছু চিহ্ন পাওয়া যায়…
তোমায় দেখা বা না দেখার
সমান দরদাম কষা হলো
বিশাল হলঘরে,
সামনে গঙ্গাপূজা চলছে…
কান্নাকাটি জানাজানি
কেন কান্না? কী জানা?
আস্তে আস্তে আমরা সবাই জেনে যাব।
সিংহরাশি
তুলালগ্ন
নীলপৃথিবী
লালমঙ্গল
হ্যালির ধুমকেতু
পৌষপার্বণ
একটা যুগ শেষ হয়ে যায় এভাবেই।
প্রেমযোগ্য সবচেয়ে ভালো শব্দ হলো মেয়ে
আর একটা দোপাটি ফুটে গেলে নারী হয়ে উঠতে হয়
ঝরে যাওয়া। জমাট থাকা
উদ্ভিদবিদ
রসায়নবিদ
রাজনীতিবিদ
নগরায়ণ
যোগ, গুণ, ভাগ
একমাত্র বিয়োগ নিয়ে আশঙ্কাহীন থাকা যায়।
আস্তে আস্তে সব হবে,
আমরা আরো কিছু জেনেও যাবো
ততক্ষণে না হয়
দাঁড়িপাল্লায় বাটখারা দিয়ে,
ওজন মাপা শেখা যাক…