ক বি তা
হাস্নুহানা ফোটে, সমগ্র বস্তি শরীর জুড়ে
কল আর ভাঙা বালতির মহাকর্ষে স্বপ্ন ভাঙে
মাদকতার মাশুল বহিরঙ্গ মানচিত্রে
পুরোনো রক্তস্রাবে থমকে যায় খিদে
হাতটানা রিক্সার মাঝে বন্দি জীবন টানতে থাকে বিরক্তি
মাঝ রাস্তায় মন ভজে রাত বেশ্যার নদীভাঁজ
হাস্নুহানা হাসে ধীরে ধীরে ফণা তোলে কালসর্প
চুল টানে উকুনের সারি ছোপ ছোপ কর্কট দাগ
নাভির নিচে নামে লালসার শীতল নিয়ম
আজীবন বয়ে যায় ক্ষয়ে যাওয়া মনের খুশি
অস্পষ্ট মস্তিষ্কপ্রসূত কিছু বোকা ভালোবাসা
ছিন্ন পাতার কথা বলে, পিছিয়ে যায় সময়, স্রোত
চালাক মিস্ত্রি করাতের উভয় পিঠের গুরুত্ব বোঝে
এই সময়ে অপরিণত আমার প্রেম ও পল্লব
শুধু ছুঁয়ে যায় অতীত, ভবিষ্যৎ আর বর্তমান
এক একটা দুঃখ কেমন কবিতার ছন্দ হয়ে ধরা দেয়
আমার সহস্র কবিবন্ধুর উন্মুক্ত খোলা মনে
প্রেমের বন্যা এনে দেয়
অই দুঃখগুলো এক একটা বিজয়ের শঙ্খনিনাদ
তাকে কাছে টানলেই সুন্দর এক জীবনছন্দ রামকৃষ্ণ রূপে জন্ম নেয় দুঃখকাতর পৃথিবীতে
তুমি আমি, আমরা সবাই রঙিন গোধূলির আলোয় হারিয়ে যাই কোন মায়ায়
এসো বিবাদ ভুলে আরও আঙুলে আঙুলে মিলনের শেকল গড়ি…